আন্তর্জাতিক

ইরানে আরও এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের নৈতিকতা পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক মাস ধরে চলমান বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ মানুষ নিহত হন। ইরান এ ঘটনায় বিক্ষোভকারীদের গ্রেপ্তার এবং বিচার শুরু করেছে।
এরমধ্যে গ্রেপ্তার হওয়া দ্বিতীয় আরেক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে দেশটির বিচার বিভাগ। সোমবার(১২ ডিসেম্বর) দেশটির বিচার বিভাগের ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মজিদরেজা রাহনাভার্ড দুজন নিরাপত্তা কর্মীকে হত্যায় অভিযুক্ত হয়েছিলেন। এছাড়া ‘মোহারেবেহ’ বা ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার দায়েও মজিদরেজাকে অভিযুক্ত করা হয় ৷ ইরানের শরিয়া আইনে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড৷
এর আগে গত সপ্তাহেই মোহসেন শেকারি নামে ২৩ বছরের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছিল ৷ শেকারিকেও একটি বড়ো ছুরি দিয়ে একজন নিরাপত্তা কর্মকর্তাকে আক্রমণ করা এবং তেহরানের একটি রাস্তা বন্ধ করার ও ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button