আন্তর্জাতিক

ইরানের মাজারে বন্দুক হামলা নিহত ১, আহত ৮

ইরানের কেন্দ্রীয় শহর সিরাজের একটি শিয়া মাজারে বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৩ আগস্ট) এই ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে শাহ চেরাগ মাজারে হামলার দায় স্বীকার করেনি। সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ খবর প্রকাশ করেছে বিবিসি। ।
বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় অন্তত সাতজন আহত হয়েছে এবং এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মাজার এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘেরাও করে রেখেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একজন বন্দুকধারী সকলের সামনেই নির্বিচারে গুলি করতে থাকে। মাজারটিতে সপ্তম শিয়া ইমাম মুসা আল-কাদিমের দুই পুত্রের সমাধি রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button