আন্তর্জাতিক

ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ও একজন এমপি করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ও একজন এমপি।  উপ স্বাস্থ্য মন্ত্রী ইরাজ হারিরচি এক তার ভিডিও বার্তায় নিজেকে বিচ্ছিন্ন রাখার কথা জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার রাজধানী তেহরানের পার্লামেন্ট সদস্য মাহমুদ সেদেঘিও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। এক টুইটে তিনি লিখেছেন “এই পৃথিবীতে বেঁচে থাকব, সেই আশা আর বেশি করছি না,”

বিবিসির তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ভাইরাসে এরইমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত এখন পর্যন্ত ৯৫ জন।বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসে ইরানে এখন পর্যন্ত ৯৫ জন আক্রান্ত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানিয়েছেন, ইরানে হঠাৎ করেন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ  ।

Related Articles

Leave a Reply

Back to top button