ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ১৮০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকাডুবির ঘটনায় ১৮০ জনের বেশি অভিবাসীপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এক বিবৃত্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (০৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানানো হয়, নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাদের সলিল সমাধি ঘটে।
আইওএম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জিবুতি ও ইয়েমেন উপকূলে চারটি নৌকা ডুবে যাওয়ার পর ১৮০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ রয়েছে।
তাদের তথ্য অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর মধ্যে একটি। গত জানুয়ারিতে ইয়েমেন উপকূলে নৌকাডুবে ২০ জন ইথিওপীয় নিহত হয়েছিল।
আইওএমও জানিয়েছে, ২০২৪ সালে এ রুট ব্যবহার করে ৬০ হাজারেরও বেশি অভিবাসী ইমেয়েনে গিয়েছেন। তাদের মধ্যে সলিল সমাধি ঘটেছে অন্তত ৫৫৮ জনের।