জাতীয়

ইউনূসের সঙ্গী হলেন চট্টগ্রামের চার, পাহাড়ের একজন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন প্রফেসর ড. মুহম্মদ ইউনূস; যার সঙ্গী হলেন চট্টগ্রাম থেকে আরও চার ও পাহাড়ের একজন।

এ সরকারে চট্টগ্রাম থেকে ড. মুহম্মদ ইউনূসের সঙ্গীরা হলেন: মহান মুক্তিযুদ্ধের আলোচিত অভিযান চট্টগ্রাম সমুদ্র বন্দরে ‘অপারেশন জ্যাকপটে’ অংশ নেয়া নৌকমান্ডো ফারুক-ই আজম বীর প্রতীক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ড. আ ফ ম খালিদ হোসাইন, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ও গ্রামীণ শিক্ষার এমডি নুরজাহান বেগম।

এছাড়া পাহাড় থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা রয়েছেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন ড. আ ফ ম খালিদ হোসাইন। তবে ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি ফারুক-ই আজম বীরপ্রতীক এবং সুপ্রদীপ চাকমা। শুক্রবার তাদের শপথ নেয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button