খেলা

ইউটিউবারদের কারণে অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত: আশরাফুল

সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে সময়টা একবারেই ভালো যাচ্ছে না। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয়ের পর ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও ইতিমধ্যে ১-০তে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তরা। দলের এমন আত্মবিশ্বাস এবং টিম স্পিরিটের ঘাটতিতে টাইগারদের নেতৃত্ব থেকে সরে দাড়ানো সিদ্ধান্ত নিয়েছেন শান্ত।
তবে প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে সাকিব আল ইস্যুতে মন্তব্য করে কী চাপে পড়ে নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন শান্ত! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে নামার আগে শান্ত বলেছেন, ‘ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সব কিছুর সমাধান হয়ে যায়! চিন্তা করছি, প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব। এমন মন্তব্যের পরেই শান্তকে নিয়ে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব হয় তার সমালোচনায়।
এমনিতে ব্যাটে রান খরায় বেশ লম্বা সময় ধরে ভুগছেন টাইগার এই অধিনায়ক। এরই মধ্যে তার সাকিব ইস্যুতে এমন মন্তব্যে সব মিলিয়ে অধিনায়ক হিসেবে শান্তর যোগ্যতা নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেন। যেটি তাকে প্রবল চাপে ফেলে দেয়। এরপরই আসে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। এদিকে শান্তর অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাওয়ার পিছনে ইউটিউবারদের দোষ দেখছেন, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আশরাফুল আরও বলেন, তিন ফরম্যাটের তার নেতৃত্ব না ছেড়ে টি-টোয়েন্টি বাদ দিয়ে বাকি দুই ফরম্যাটে শান্তকে রাখা অবশ্যই উচিত। শান্তর অধিনায়ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে চর্চিত কথা হচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে মন্তব্য করার জেরেই নেতৃত্ব হারাচ্ছেন তিনি। তবে এই ব্যাপারে কোন সত্যতা পাওয়া যায়নি। বিসিবিও স্বীকার করেনি তার নেতৃত্ব ছাড়ার বিষয়টি।
শান্তর নেতৃত্ব ছাড়ার ইস্যুতে দেশের একটি টিভি চ্যানেলে একান্ত সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘যখন তিনটা ফরম্যাটই খেলবেন, পারফরম্যান্স হবে না, এখন সোশ্যাল মিডিয়া চলে আসায় সেটা একজন ক্রিকেটারের জন্য কষ্ট হয়ে যায়। মাঠের ফিল্ড সেটআপ বলেন, বোলিং পরিবর্তন সবকিছুই আমার কাছে মনে হয় ভালো ছিল। যেহেতু নিজের ব্যাটিং পারফরম্যান্সটা ভালো হচ্ছিল না টি-টোয়েন্টি আর টেস্টে, সে কারণেই ইউটিউবাররা যেভাবে লেগেছেন, তাতে হয়তো সে চিন্তা করেছে যে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যেতে।’
আশরাফুল আরও বলেন, ‘শান্ত অধিনায়ক হওয়ার আগে চমৎকার দুটি সেঞ্চুরি করেছিল আফগানিস্তানের সঙ্গে। অধিনায়ক হওয়ার পরেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন। তারপর থেকে টেস্টে তার রান আসছে না। ওয়ানডেতে ভালো করছে, টি-টোয়েন্টিটা একদমই ভালো যাচ্ছে না। অবশ্য টি-টোয়েন্টিতে আগেও ভালো ছিল না। ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় দুটি ফিফটি করেছিল। এছাড়া আসলে বলার মতো কিছু নেই।’
বাংলাদেশের সাবেক ক্রিকেটার আশরাফুলের ভাষ্যে শান্তকে টেস্ট ও ওয়ানডের নেতৃত্বে রাখা জরুরি, ‘আমি মনে করি, এটা কোনও সমাধান না। শান্ত যেটা করছে, এটা দলের জন্য ভালো কিছু আনবে না। মানুষের জীবনে উত্থান-পতন থাকবেই। যেহেতু সে তরুণ, তাই ক্রিকেট বোর্ডের চিন্তা করা উচিত তাকে দুইটা ফরম্যাটে রাখলে দেশের জন্যই ভালো। আমি সবসময় মনে করি, একজন ক্যাপ্টেন সব ফরম্যাটে থাকা ভালো, বিশেষ করে আমাদের দেশে। কিন্তু যেহেতু তার স্টাইলটা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে যাচ্ছে না, তাই এটা বাদ দিয়ে বাকি দুই ফরম্যাটেই তার অধিনায়ক থাকা ভালো।’

Related Articles

Leave a Reply

Back to top button