বিনোদনসাহিত্য ও বিনোদন

ইউক্রেন সফরে অ্যাঞ্জেলিনা জোলি

হটাৎ করেই ইউক্রেনে সফর করেছেন চলচ্চিত্র তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

শনিবার লভিভ শহরের একটি ক্যাফেতে বেশ কিছুক্ষণ সময় কাটান এই অভিনেত্রী। অ্যাঞ্জেলিনা জোলিকে হঠাৎ এত কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান ক্যাফেতে আসা বাকি ক্রেতারা। খবর রয়টার্সের।

অ্যাঞ্জেলিনা লাভিভের একটি রেস্তোরা এবং রেলওয়ে স্টেশনে তোলা ভিডিও পোস্ট করেছেন, যেখানে আক্রান্ত এলাকাগুলো থেকে আসা বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

অভিনয় দক্ষতা, তীক্ষ্ণ সৌন্দর্য, ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কের রসায়ন ছাড়াও সমাজসেবামূলক কাজ করেও খবরের শিরোনামে থেকেছেন অ্যাঞ্জেলিনা। নানা সময়ে অভিনেত্রীকে বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিতে দেখা গিয়েছে।

জাতিসংঘের একজন বিশেষ দূত হিসাবে বহু বছর ধরে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি মূলত শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষদের কল্যাণে কাজ করেন।

তবে জোলির এই সফর ব্যক্তিগতভাবে আয়োজন করা হয়েছে বলে তার দপ্তর জানিয়েছে।

লিভিভের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি টেলিগ্রামে জোলির শিশুদের সঙ্গে খেলাধুলা করা ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে দাঁড়িয়ে থাকার ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, আমাদের সবার জন্যই তার এই সফর বিস্ময়কর ছিল।

পরে রাশিয়ার হামলায় আহত শিশুদের দেখতে একটি হাসপাতালে যান জোলি। তিনি বাস্তুচ্যুতদের মানসিকভাবে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য মতে, দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ সংখ্যা ইউক্রেন যুদ্ধ শুরুর আগের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ।

Related Articles

Leave a Reply

Back to top button