Leadবাংলাদেশ

ইউক্রেনে বাংলাদেশী জাহাজে হামলা, একজন নিহত

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে গোলার আঘাতে এক নাবিক নিহত হয়েছেন। বাংলাদেশি ওই নাবিকের নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার মধ্যরাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “ওই জাহাজে একটা শেল হিট করেছে। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। বাকিরা নিরাপদ আছেন। কখন ও কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। ঘটনা ঠিক কখন ঘটেছে, সেই প্রতিবেদন আমার আছে আসেনি। বাংলাদেশি নাবিকদের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে জানিয়েছেন কমোডর সুমন মাহমুদ।

যুদ্ধের কারণে অলভিয়া সমুদ্রবন্দরে ২৯ জন বাংলাদেশি নাবিক নিয়ে আটকে পড়ে জাহাজটি। গত ২১ ফেব্রুয়ারি জাহাজটি তুর্কির এরেগলি থেকে ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি থেকে জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা আছে।

হাদিসুর রহমান বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে আবদুর রাজ্জাক মাস্টারের একমাত্র ছেলে। তার চাচা বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান। তিনি বলেন, হাদিসুর চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাস করার পর ২০১৮ সাল থেকে ওই জাহাজে ছিল। সর্বশেষ বাড়িতে এসেছিল মাস ছয় আগে। তবে ইউক্রেনে আটকে পড়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিত। সোমবারও বাড়িতে স্বজনদের সঙ্গে কথা বলে; জানায় জাহাজে তারা সবাই ভালো আছে। বুধবার হঠাৎ তার মৃত্যুর ঘটনায় পরিবার ও  এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Back to top button