আন্তর্জাতিক

ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন কখনো একা হবে না, আমরা ইউক্রেনের সঙ্গে আছি। খবর: এএফপির।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এ মন্তব্য করেন।

রুশ হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম বিদেশ সফর।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কখনই একা হবেন না। আমেরিকান জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছেন এবং আমরা আপনার সঙ্গে থাকব-যতদিন লাগবে।’

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। শুধু আমাদের অনুপ্রাণিত করছে না, সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তাদের সাহস।

তিনি বলেন, আমেরিকান জনগণ ইউক্রেনীয়দের পাশে ‘গর্বের সঙ্গে দাঁড়িয়েছে’।

Related Articles

Leave a Reply

Back to top button