জাতীয়

ইইউর বিশেষ প্রতিনিধি গিলমোর ঢাকায়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর, ছয় দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

আজ সোমবার (২৪ জুলাই) সকালে তিনি বাংলাদেশে আসেন। তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।

ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ও মানবাধিকার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার। এ ছাড়া সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করবেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button