খেলা

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না সাকিব

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যাথা পান সাকিব আল হাসান । পরে ওই আঙুল নিয়েই ফিল্ডিং করেছিলেন এবং ব্যাটিংও করেছেন।
তবে একদিন না যেতেই শনিবার (১৩ মে)  জানা গেলো  আঙুলের সেই ইনজুরির জন্য চার সপ্তাহ খেলতে পারবেন না সাকিব। আর তাই আজ রোববার (১৪ মে) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দেখা যাবে না তাকে।
উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। মূলত নাজমুল হোসেন শান্তর ১১৭ রানের পর, শেষ দিকে মুশফিকুর রহিমের অপরাজিত ৩৬ রানে ভর করে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। রোববার সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি মাঠে গড়াবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

Related Articles

Leave a Reply

Back to top button