অর্থ-বাণিজ্য

আয়কর জমা দেয়ার সময় বাড়ল

এ মাসের ৩০ তারিখ ছিলো আয়কর জমা দেয়ার শেষ দিন। কিন্তু পরপর দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় একদিন সময় বাড়ালো এনবিআর। পহেলা ডিসেম্বর রোববার বিকাল ৫টা পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, জমা দেয়ার শেষের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শনি ও রোববার ১লা ডিসেম্বর আয়কর জমা দিতে পারবেন গ্রাহকরা। আয়কর প্রদানকারীদের সুবিধার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে হয়রানিমুক্ত আয়কর ও রিটার্ন দাখিলের জন্য সপ্তাহব্যাপী জাতীয় কর মেলার আয়োজন করে এনবিআর। এতে ২ হাজার ৬২৩ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button