বিনোদুনিয়া
আসামে যাচ্ছেন শাকিব-বুবলী!

ভারতের আসামে বাংলাদেশি সিনেমার অনেক জনপ্রিয়তা। সেকারণে প্রায়ই সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের তারকারা।
তারই ধারাবাহিকতায় আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আসামবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তাও দিয়েছেন তিনি। শাকিব বলেছেন, ‘হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর। দেখা হচ্ছে।’ সেই শোতে শাকিবের সঙ্গে থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। স্থানীয়দের প্রকাশিত ব্যানারে এমনটা দেখা গেছে।
এদিকে আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাবেন ঢালিউড তারকা বুবলী। জানা যায় এ অনুষ্ঠানে বুবলীর সঙ্গে যাচ্ছেন ঢালিউডের আরেক তারকা নিরব। ২৮ ডিসেম্বর তারা আসামের মঞ্চ মাতাবেন।
উল্লেখ, ইতিমধ্যে নিরব ও বুবলী ‘চোখ’ ও ‘ক্যাসিনো’ সিনেমা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।