অর্থ বাণিজ্য

আসন্ন এফবিসিসিআই নির্বাচনে পরিচালক পদের জন্য মনোনয়নপত্র জমা 

এফবিসিসিআইয়ের আসন্ন নির্বাচন ২০২৩-২০২৫ উপলক্ষে চিটাগং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম প্যানেল লিডার হিসেবে নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান এ. মতিন চৌধুরী ও নির্বাচন বোর্ড সদস্য শামসুল আলম ও কে এম এন মনজুরুল হক এর নিকট চেম্বার ও এসোসিয়েশনের পক্ষ থেকে পরিচালক পদের জন্য নমিনেশন ফর্ম জমা দেন।

আজ শনিবার এ মনোনয়নপত্র জমা দেন তারা।

এসময় এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, আমিন হেলালি, হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিজিএমইএ সভাপতি মোঃ ফারুক হাসানসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই ২০২৩ এফবিসিসিআই এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button