আসছে ‘পাঠান টু’?

বিশ্বজুড়ে বর্তমানে বিনোদনজগতে বইছে ‘পাঠান’ ঝড়, এবার ‘পাঠান টু’ আসার ইঙ্গিত দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান নিজেই!
মুক্তির পাঁচ দিনেই ৫০০ কোটি ছাড়িয়েছে এ সিনেমা। সিনেমাটির সাফল্যে ৩০ জানুয়ারী মুম্বাইতে অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মেলনে ‘পাঠান টু’ আসার ইঙ্গিত দিলেন শাহরুখ।
এসময় শাহরুখের পাশাপাশি উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সেখানেই ছবিটির সিক্যুয়াল সম্পর্কে কথা বলেছেন শাহরুখ।
সংবাদ সম্মেলনে পরিচালক সিদ্ধার্থ বলেছেন, ‘প্রত্যেক পরিচালকের মতো আমারও একবার শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আমি মনে করি শাহরুখ খানের ছবি উপার্জন করে নিতে হয়। আমি সেটা পেরেছি। পাঠান এসেছে, হিটও হয়েছে, এরপর এরপর আর কী বানাবো?। এই সময়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা চিৎকার করে বলে ওঠেন ‘পাঠান টু!’ উত্তরে সিদ্ধার্থ বলেন, ‘ইনশাআল্লাহ।’
সিদ্ধার্থের এমন মন্তব্যের পর শাহরুখ বলেন, ‘এটা আমাদের জন্য, আমার পরিবারের জন্য অনেক বড় একটি দিন। অনেকদিন পরে এমন সুখের মুহূর্ত এলো। সিদ্ধার্থ আনন্দ যখন আমাকে ‘পাঠান টু’ করতে বলবেন, আমি করবো। তারা সিকুয়েল নির্মাণ করতে চাইলে, সেটা হবে আমার জন্য সম্মানের।’
তবে ঠিক কবে ‘পাঠান ২’ আসবে তা কিন্তু ফাঁস করেন না কেউই।
সংবাদ সম্মেলনে ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন। শাহরুখের কথায়, দর্শকদের ধন্যবাদ জানাই। কারণ, তারাই আমার মেরুদণ্ড।
‘পাঠান’ ছবির তুরুপের তাস শাহরুখ হলেও, শাহরুখের কাছে এই ছবির আসল চমকই হল জন আব্রাহম। প্রায় প্রত্যেকটি কথাতেই জনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। শাহরুখের কথায়, ‘জনের মতো ভিলেন ছিল বলেই, পাঠানের এই রাজত্ব। আমাকে নয়, জনকে দেখেই মেয়েরা বেশি পাগল হয়েছে! শাহরুখের মুখে শোনা যায়, দীপিকার প্রশংসাও। শাহরুখ জানান, দীপিকা এই ছবির স্টাইল স্টেটমেন্ট। দীপিকা তো আমার থেকেও ভাল মারপিট করেছে।’
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।