জাতীয়

আ’লীগের সম্মেলনের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুত র‌্যাব : ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে র‌্যাব। বিভিন্ন পয়েন্টে স্টাইকিং ফোর্সের পাশাপাশি পেট্রোল টিম ও ডগ স্কোয়াড থাকবে। এছাড়া বোম্ব ডিস্পোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‌্যাব সদস্যরা মাঠে কাজ করবেন। বিশেষ প্রয়োজনে কমান্ডো টিম প্রস্তুত থাকবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের নিরাপত্তা ভেন্যু পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। শনিবার (২৪ ডিসেম্বর) এ মাঠে আওয়ামী লীগের সম্মেলন আনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্মেলনের সার্বিক পরিস্থিতি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাব প্রস্তুত। আশাকরি, কোনো সমস্যা হবে না।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শঙ্কা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে এম খুরশীদ আলম বলেন, ‘আমরা আশঙ্কার কথা বলছি না। র‌্যাব জাতীয় যেকোনো অনুষ্ঠানে নিরাপত্তার কথা চিন্তা করে। এখানে যারা আসবেন তারা যেন নিরাপত্তার মধ্যে থাকেন, বাইরের কোনো অপশক্তি এখানে ঝামেলা না করতে পারে সেই জন্য আমাদের নিরাপত্তা প্রস্তুতি।’

Related Articles

Leave a Reply

Back to top button