
আন্তর্জাতিক
আলবেনীয়ায় শক্তিশালী ভুমিকম্প, নিহত১৮
আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৮ আলবেনিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভুমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চত করেছে। ভূমিকম্পে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ধংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। প্রথম ভূমিকম্পের ঘন্টা খানেক পর আরো একটি ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান চালােচ্ছ। এখন পর্যন্ত ধ্বংসস্তপের ভিতর থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপকূলীয় শহর দারেসে হতাহতের সংখ্যা বেশি। ৬শ’রও বেশি মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আলবেনিয়ান প্রধানমন্ত্রী বলেছেন, উদ্ধার অভিযান চলবে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।