জাতীয়

আর একজন রোহিঙ্গারও প্রবেশ নয়: পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় যে কয়জন রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে তাদেরও বের করে দেওয়া হবে। নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার জাহাজ প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, রাশিয়ার জাহাজ পণ্য খালাস না করে ফিরে গেছে। সেই মালামাল পেতে কিছুটা দেরি হতে পারে।
এ সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দ্বিতীয় আরেকটি স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন করেন আবদুল মোমেন।
এর আগে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন করেন আবদুল মোমেন।

Related Articles

Leave a Reply

Back to top button