বিনোদুনিয়া

আর্জেন্টিনার অন্ধভক্ত হয়েও ব্রাজিলের জার্সিতে পরীমণি!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি, আর্জেন্টিনার অন্ধভক্ত হয়েও ব্রাজিলের জার্সি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

সেই পোস্টে ছবিসহ ক্যাপশনে পরী লেখেন, ‘বলেছিলাম আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব। এই যে ডে ওয়ান! রাজ ভালো থাইক্কো।’

প্রসঙ্গত, পরী আর্জেন্টিনা আর তার বর রাজ সমর্থন করেন ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় রাজের ব্রাজিল। অপরদিকে একই রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সেমিতে পৌঁছে যায় পরীর আর্জেন্টিনা। সে দিনই পরী ঘোষণা দেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস’।

অবশেষে কথা রাখলেন পরীমণি। স্বামী রাজের জন্য ব্রাজিলের জার্সি নিজের গায়ে জড়ালেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button