এনএনবি বিশেষফিচারবিনোদুনিয়া
আরো ভালো কাজ করতে চাই; পোশাক পরিকল্পনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এনামতারা সাকী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার জন্য একটি হঠাৎ বৃষ্টির মতো কিছু পাওয়া। প্রথম যখন জানতে পারলাম, মনে হলো, এটা কি হয়ে গেলো !
নিজের অনুভূতির প্রকাশটা এভাবেই জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ অর্জন করা এনামতারা বেগম সাকী।
গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সিনেমার পোশাক পরিকল্পনা ক্যাটাগরীতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন এনামতারা বেগম সাকী। তার এই সাফল্যের ইতিকথা জানবো আজ।

ছোট বেলা থেকেই বেশ মনোযোগী ছিলেন ছবি আঁকায়। কিন্তু নাহ, কোথাও হাতে খড়ি নেয়া হয়নি। একা একাই নিজের মতো ছবি এঁকে দেয়ালে টাঙিয়ে রাখতেন। স্কুল জীবনেই মায়ের অনুপ্রেরণায় সা-রে-গা-মা প্রাকটিস শুরু হয়। ঘরে হারমনিয়াম দিয়ে গানের ওস্তাদ রেখে দিয়েছিলেন মা। তবে, অভিনয় কিংবা ফ্যাশন ডিজাইনিং-এ আসাটা, একেবারেই নিজে ইচ্ছায়।

এনামতারা সাকী জানান, এই অঙ্গণে আসতে এক কঠিন জীবন পার করতে হয়েছে আমাকে। মাস্টার্সে আমি Zoology সাবজেক্টে ভর্তি হয়েছিলাম। পরবর্তিতে ঢাকা ইউনিভার্সিটিতে নাট্যকলা বিভাগ আছে জেনে আমি সেখানে ভর্তি হওয়ার প্রবল ইচ্ছায় পড়াশোনা করে প্রস্তুত নিতে থাকি এবং নাট্যকলা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাই। তখন আমি ১ বছর অতিক্রম করা Zoology সাবজেক্ট ছেড়ে নাট্যকলা বিভাগে ভর্তি হই। সে সময় এই সাবজেক্টটি খুব একটা পরিচিত ছিল না। তাই আমার মা এটা প্রথমদিকে মেনে নিতে পারে নি। পাশাপাশি আমি ‘ঢাকা সড়ক’ নামে একটি নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। দেখা যায়, আমি খুব ভোরে উঠে, অনেক রাতে বাসায় ফিরতাম। আর তাই প্রায় প্রতিদিন-ই মায়ের বকা শোনা আমার সয়ে গিয়েছিলো্ তবে আবার আমার নাটক যখন মঞ্চস্থ হতো। তখন আমার মা সামনের সারিতে থাকতেন। আবার আত্নীয় স্বজন কিংবা প্রতিবেশীদের কাছে আমার অভিনয়ের সুনামও করতেন।

নাট্যকলা বিভাগ পাস করার পর আমি মঞ্চ নাটকে ডিরেকশন দেয়া এবং অভিনয়ের পাশাপাশি পোশাক ডিজাইনে কাজ করা শুরু করি।মঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু হয় আমার। মনোজ মিত্রের নাটক ‘মহাবিদ্যা’ নিয়ে নির্দেশক হিসেবে প্রথম মঞ্চে এসেছি। থিয়েটার এ কাজ করার পেছনে আমার মেধা ও পরিশ্রমের পাশাপাশি রয়েছে আমার হাজবেন্ড জসীম উদ্দিনের সহযোগীতা। তার অনুপ্রেরণা আমার কাজকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে।
পোশাক ডিজাইন আমার পছন্দের এবং আনন্দের কাজের একটি ক্ষেত্র। সৈয়দ জামিল আহমেদ, মামুনুর রশীদ, ইস্রাফিল শাহীন, লিয়াকত আলী লাকী, সহ উল্লেখযোগ্য নাট্য নির্দেশকদের বিভিন্ন প্রযোজনায় পোশাক ডিজাইন করার সৌভাগ্য আমার হয়েছে।
পোশাক ডিজাইনের ক্ষেত্রে আমি সবসময় প্রচলিত ধারার বাইরে কিছু করার চেষ্টা করি। বিশেষ করে ‘কিসসা কাহিনী’র প্রথম প্রযোজনা ‘সুখ চান্দের মোড়’ নাটকে আমি প্রচলিত কাপড়ের পোশাকের পরিবর্তে শরীর অঙ্কন শিল্প প্রয়োগ করেছি। ’

এনামতারা সাকী মঞ্চে অভিনয় করেছেন একাধিক নাটকে। তার মধ্যে সেলিম আলদীন রচিত, জসিম উদ্দিন নির্দেশিত ‘পুত্র’ এবং সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত ‘রিজওয়ান’ নাটকে অসাধারণ অভিনয় করে দর্শকের সারা এবং ভালোবাসা পেয়েছেন। তিনি বর্তমানে তাদের নিজস্ব নাট্য সংগঠন ‘কিসসা কাহীনী’ দলের সাথে যুক্ত আছেন।

২০১৩ সালে ফিলিপাইন থেকে ওর্য়াল্ড কস্টিউম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড অর্জন করেন এনাম তারা বেগম সাকী। ২০২০ সালে ইয়ং ডিজাইনার অব দ্যা মিলেনিয়াম ক্যা-ক্রাফটা পুরস্কার লাভ করেন। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিবেক’ ও ‘আর্ত’-তে কাজ করেন তিনি। এ ছাড়া তিনি বেশ কয়েকটি নাট্যদল থেকে থেকে সম্মাননা অর্জন করেছেন।

গোর চলচ্চিত্র প্রসঙ্গে এনামতারা সাকী বলেন, ‘আমি অনেক কৃতজ্ঞ যে গাজী রাকায়েত ভাইয়ের মতো একজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। পোশাকগুলো তৈরিতে আমি যে ধরনের প্রডাক্ট চেয়েছি, রাকায়েত ভাই সেটাই আমাকে করতে বলেছেন।’
সাফল্য পেলেও, এই যাত্রাই শেষ নয় বলে মনে করেন এনামতারা বেগম সাকী। তিনি বলেন, ‘‘ আমি কিছু পাওয়ার আশায় কাজ করিনা। ভালো লাগার জায়গা থেকেই কাজ করি। তাই আমি সামনে দর্শকদের জন্য আরো ভালো কাজ করার প্রত্যাশা করি। ’’



