বিনোদনসাহিত্য ও বিনোদন

আরিয়ান মুক্ত হতেই শাহরুখকন্যার পার্টি

শনিবার (৩০ অক্টোবর) জামিন পেয়ে বাড়ি ফিরেছেন বলিউড তারকা শাহরুখ পুত্র আরিয়ান। এবার আনন্দের সময়। আর তাই, ৩১ অক্টোবর বন্ধুদের সঙ্গে হ্যালোইন পার্টিতে মেতে উঠলেন শাহরুখ কন্যা সুহানা খান।

যদিও পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করেন সুহানা। আর সেখানেই বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন তিনি। আর সেই আনন্দের মুহুর্তের দেখা যায় সুহানার বন্ধুদের সামাজিক মাধ্যমের ওয়ালে।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকে সামাজিক মাধ্যম থেকেই একেবারেই আড়ালে চলে গিয়েছিলেন সুহানা। এমনকি হ্যালোউইন পার্টির ছবিও নিজে শেয়ার করেননি স্টারকিড।

নিউ ইয়র্কে থাকলেও আরিয়ানের নিয়মিত খোঁজ নিচ্ছিলেন তিনি। এমনকি আরিয়ানের বিদেশের বন্ধুদের সঙ্গেও যোগাযোগের মাধ্যম ছিলেন বোন সুহানা। আরিয়ানের গ্রেফতারের খবরে তার অসুস্থ হয়ে পড়ার খবরও এসেছিল ভারতীয় সংবাদমাধ্যমে।

তবে ভাই আরিয়ান ঘরে ফেরার পর, হ্যালোইন পার্টি খোশ মেজাজেই দেখা গেলো শাহরুখ কন্যা সুহানাকে।

Related Articles

Leave a Reply

Back to top button