জাতীয়

‘আরাভ’র নামে ১২ ওয়ারেন্ট, ইন্টারপোলের সাহায্য চাইবে পুলিশ

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভের বিরুদ্ধে ১২টি ওয়ারেন্ট রয়েছে। মামলা রয়েছে। চার্জশিট রয়েছে। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।
গোয়েন্দা পুলিশ প্রধান বলেন, ‘যখন কোনো মামলার চার্জশিট দেওয়া হয় তখন সব আসামিরা কে কোথায় আছে তা খোঁজ-খবর নেওয়া হয়। আরাভ খানের বিভিন্ন ছবি প্রকাশ হয়। সাকিব আল হাসান টেলিভিশন ও ফেসবুকে ওই স্বর্ণের দোকান উদ্বোধনের বিজ্ঞাপন দিচ্ছিলেন। সবকিছু মিলেই আমরা তথ্য পাই আরাভ খানই পুলিশ খুনের মামলার আসামি রবিউল ইসলাম।’
তিনি আরও বলেন, ‘মামুন আমাদের পুলিশের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। আরাভ তাকে শুধু হত্যাই করেনি। তার লাশটি যেন না পাওয়া যায় তাই কালীগঞ্জের জঙ্গলে ফেলে দিয়েছিল।’

Related Articles

Leave a Reply

Back to top button