আন্তর্জাতিক

আরও ৩৬০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন মাস্ক, ক্ষিপ্ত অংশীদাররা

নিজের মূল ব্যবসাপ্রতিষ্ঠান টেসলার আরও ৩৬০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিলেন ইলন মাস্ক। এ নিয়ে চলতি বছর প্রায় চার হাজার কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন তিনি। এর আগে টুইটার কেনার কয়েকদিন পরেই টেসলা থেকে ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছিলেন এ মার্কিন ধনকুবের। খবর রয়টার্সের।

মাস্কের এ ধরনের কার্যকলাপের মধ্যে সম্প্রতি বৈদ্যুতিক গাড়িনির্মাতা টেসলার শেয়ারের দর কমে ‍দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এতে হতাশ বিনিয়োগকারীরা।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ফাইলিংয়ে দেখা গেছে, গত সোমবার (১২ ডিসেম্বর) থেকে বুধবার পর্যন্ত তিন দিনের মধ্যে টেসলার ২ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক।

গত অক্টোবর মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলারে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কেনার পর টেসলা থেকে এটি তার দ্বিতীয় বৃহত্তম শেয়ার বিক্রির ঘটনা। এর সঙ্গে টুইটার অধিগ্রহণের কোনো সম্পর্ক রয়েছে কি না তা পরিষ্কার নয়।

রেফিনিটিভ ডেটার হিসাবে, এক বছর আগেও টেসলায় ইলন মাস্কের অংশীদারত্ব ছিল প্রায় ১৭ শতাংশ। কিন্তু এখন তা কমে ১৩ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

মাস্কের ধনসম্পদের মূল উৎসই হলো টেসলা। তবে এ বছর প্রতিষ্ঠানটির শেয়ারের দর ৩০ শতাংশের বেশি কমে যাওয়ায় ধস নেমেছে তার ব্যক্তিগত সম্পদেও। এরই মধ্যে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব হারিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button