অর্থ বাণিজ্যআন্তর্জাতিকজাতীয়

আরও এক দিন বাড়লো ডব্লিউটিও’র ১২ তম মিনিস্টারিয়াল কনফারেন্স

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও’র সদর দপ্তরে ১২ জুন থেকে শুরু ডব্লিউটিও’র ১২ তম মিনিস্টারিয়াল কনফারেন্স। ২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চুড়ান্ত ভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। এর ফলে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের নানা সম্ভাবনার পাশাপাশি রয়েছে অনেক চ্যালেঞ্জও রয়েছে। মন্ত্রী পর্যায়ের এবারের বৈঠকটি বাংলাদেশের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। ডব্লিউটিও’র এই ১২ তম মিনিস্টারিয়াল কনফারেন্সের সংবাদ সংগ্রহ করতে জেনেভায় আছেন ‘নিউজ নাউ বাংলা’র সম্পাদক শামীমা দোলা। জেনেভা থেকে সংবাদ জানাচ্ছেন শামীমা দোলা।

বিশ্ব বাণিজ্য সংস্থার ১২ তম মিনিস্টারিয়াল কনফারেন্স আরো একদিন বাড়ানো হয়েছে। ডব্লিউটিও এটি জানিয়েছে।

মেধাস্বত্ব আইন চুক্তি, কৃষি চুক্তি ও মাছ ধরায় ভর্তুকি বিষয়ে সদস্য দেশগুলো ঐক্যমত্যে আসতে না পারায় আরও একদিন বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত করা হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউটিও’র সদর দপ্তরে অনুষ্ঠিত ১২ তম মিনিস্টারিয়াল কনফারেন্স ১৫ জুন শেষ হওয়ার কথা ছিল।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও’ সেলের ডিজি হাফিজুর রহমান বলেন, সিদ্ধান্তহীনভাবে মিনিস্টারিয়াল কনফারেন্স শেষ হওয়ার চেয়ে একদিন বাড়িয়ে সিদ্ধান্ত ঘোষণা করে শেষ হওয়া ভালো, বিষয়টি ইতিবাচক। আশাকরি আগামীকাল ঐক্যমত্য পৌঁছে সিদ্ধান্ত নিয়ে বৈঠক শেষ হবে ১২ তম মিনিস্টারিয়াল কনফারেন্স।

এদিকে, সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি সদস্য দেশগুলো। এ বিষয়গুলোতে আমাদের এই মুহূর্তে স্বার্থ না থাকলেও অদূর ভবিষ্যতে স্বার্থ রয়েছে। যেহেতু আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছি।

Related Articles

Leave a Reply

Back to top button