বিনোদনসাহিত্য ও বিনোদন

‘আরআরআর’র সাফল্য উদযাপনে বলিউড তারকারা

‘আরআরআর’ সিনেমাটি ইতিমধ্যে আয় করেছে ১ হাজার কোটি রুপি! যে কারণে বক্স অফিসে সর্বকালের সেরা তিন সিনেমার তালিকায় প্রবেশ করেছে এটি।

‘বাহুবলী’খ্যাত দক্ষিণ ভারতীয় নির্মাতা এস এস রাজামৌলির সিনেমাটির সাফল্যের উচ্ছ্বাস ছুঁয়েছে বলিউডকেও। যারই প্রমাণ পাওয়া গেল সাফল্য উদযাপনে আয়োজিত পার্টিতে।

নির্মাতা করণ জোহর থেকে শুরু করে জাভেদ আখতার, আমির খান, জিতেন্দ্র, তুষার কাপুর, হুমা কুরেশী, জনি লিভারসহ অনেক বলি তারকাই হাজির হয়েছেন। রাজামৌলিসহ ‘আরআরআর’র দুই সুপারস্টার জুনিয়র এনটিআর ও রাম চরণকে জানালেন অভিনন্দন। তবে পার্টিতে দেখা যায়নি সিনেমাটির দুই শিল্পী আলিয়া ভাট ও অজয় দেবগণকে।

বুধবার (০৬ এপ্রিল) রাতে মুম্বাইতে নির্মাতাদের পক্ষ থেকে এই সাকসেস পার্টির আয়োজন করা হয়। যেখানে বলিউড ছাড়াও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে এরই মধ্যে বক্স অফিসে সালমান খানের ‘বজরঙ্গী ভাইজান’কে পেছনে ফেলেছে ‘আরআরআর’। সিনেমাটি মাত্র তিনদিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করে। আর ১২তম দিনে পার করেছে ১০০০ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক।

Related Articles

Leave a Reply

Back to top button