বিনোদুনিয়া

আম্বানির ছেলের ঘড়ি দেখে মুগ্ধ জাকারবার্গের স্ত্রী

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান শেষ হয়েছে। শেষ হলেও এর রেশ রয়ে গেছে এখনো।

অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান অনন্ত আম্বানির হাতঘড়ি দেখে অবাক হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, অনন্ত আম্বানির সঙ্গে কথা বলতে বলতে জাকারবার্গের স্ত্রী প্রিসিলার চোখ পড়ে অনন্ত আম্বানির ঘড়ির উপর। ঘড়িটি দেখে তিনি রীতিমতো মুগ্ধ হয়ে যান। ঘড়ি নিয়ে তিনি অনন্ত আম্বানির সঙ্গে কথাও বলেন। তিনি বলেন, ‘ঘড়িটি দুর্দান্ত। এটা দেখতে দারুণ।’ জাকারবার্গও এ প্রসঙ্গে বলেন, ‘আমিও এই বিষয়টা তাকে বলেছি।’

এদিকে আম্বানির পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির ঘড়ির দাম কত, এ সম্পর্কে স্পষ্ট করে না জানা গেলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী- এই ঘড়ির আনুমানিক দাম রয়েছে ১৪ থেকে ১৮ কোটি টাকা। এটি পাটেক ফিলিপের গ্র্যান্ডমাস্টার চাইম ঘড়ি, যা দেখে আসলে প্রিসিলা চমকে গিয়েছিলেন। বহু মূল্যবান এই ঘড়িটির মধ্যেও অনেক ফিচার রয়েছে। এই ঘড়িতে রয়েছে রিভার্সিবল কেস, বিশেষ ধরনের ডায়াল ও আরও নানা ধরনের উন্নতমানের প্রযুক্তি।

Related Articles

Leave a Reply

Back to top button