জাতীয়

আমি মারাও যেতে পারতাম: হিরো আলম

আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, আমি তিনবার নির্বাচন করে মার খেয়েছি। প্রথমে ২০১৮ সালে, এরপর বগুড়ায়, সবশেষ ঢাকায়। আমি সেদিন মারাও যেতে পারতাম।

বৃহস্পতিবার (২০ জুলাই) ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে আসেন তিনি। এদিন তার উপর হামলার ঘটনায় আটককৃতদের শনাক্ত করতে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, আমার উপর যখন হামলা হয় আমি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বিজিবির গাড়ির কাছে যেয়ে সাহায্য চাই। কিন্তু তারা এগিয়ে আসেননি। আমি চেষ্টা করেছি, এবং চেয়েছি সুষ্ঠু ভোট হোক, ভোটাররা ভোট দিতে আসুক। কিন্তু মার খেলাম।

আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাবেন না বলেও জানান আশরাফুল আলম ওরফে হিরো আলম।

Related Articles

Leave a Reply

Back to top button