বিনোদনসাহিত্য ও বিনোদন

আমি ব্রাজিলের সাপোর্টার : অপু বিশ্বাস

আর কিছুদিন পরেই উঠবে বিশ্বকাপের পর্দা। সেই উপলক্ষে নিজেদের দল গোছাতে ব্যস্ত ফুটবলাররা। আর এদিকে ফুটবল প্রেমীরা ব্যস্ত নিজেদের প্রিয় দলের জার্সি নিয়ে উল্লাস করায়। তার থেকে বাদ জাননা তারকারাও।
তাই সবার আগে নিজের পছন্দের কথা জানালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি ব্রাজিলের সাপোর্টার, সেটা সরাসরি প্রকাশ করে দিলেন।
আমি ব্রাজিলের সাপোর্টার : অপু বিশ্বাস
এই তারকা জানান ‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার’।
আমি ব্রাজিলের সাপোর্টার : অপু বিশ্বাস
অপু বিশ্বাস আরও বলেন, আমাকে নিয়ে একটা ট্রল হয়। আমি একটা ফটোশুটে অংশ নিয়েছিলাম। সেখানে তিশা আপু ছিলেন, আসিফ ভাই ছিলেন। তারা সবাই ব্রাজিলের জার্সি পরে ফেলেছেন। তখন কোনো জার্সি না পেয়ে অপজিট দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম। দর্শকরা এখনো সেই ছবি নিয়ে ট্রল করেন। আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝে সাপোর্ট করি।
বর্তমানে অপু বিশ্বাস সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং করছেন। অপুর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক।

Related Articles

Leave a Reply

Back to top button