ক্রীড়াঙ্গন

আমি এখন যে কাজ গুলো করছি, এগুলো আসলেই বিসিবি প্রেসিডেন্ট এর কাজ নয়

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এর মন্তব্য

আমি এখন যে কাজ গুলো করছি, এগুলো আসলেই বিসিবি প্রেসিডেন্ট এর কাজ নয়

জাতীয় ক্রিয়া পরিষদ ( এন এসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবি র সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম। আগামী মাসে বিসিবি র নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন, এমন ই ধারনা ছিল সবার। কিন্তু এখন আমিনুল নিজেই নির্বাচনে র প্রার্থী হতে আগ্রহী, পাচ্ছেন সরকারের সমর্থন ও। গতকাল দুপুরে বিসিবি কার্যালয়ে বসে তিনি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন নির্বাচন নিয়ে তার ভাবনা ও গত তিন মাসে বিসিবি র সভাপতি হিসেবে তার অভিজ্ঞতার কথা।

Related Articles

Leave a Reply

Back to top button