জাতীয়

আমাদের মাথাপিছু আয় ভারতের চেয়েও বেশি: তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি চিন্তায় বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়ামে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ পুরস্কার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেভাবে খেলাধুলার প্রতি আগ্রহ, আর সেই আগ্রহের ফলাফল হিসেবে বিশ্বে আমাদের আজকের অবস্থান। তারই ধারাবাহিকতায় আমরা যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন, এশিয়া কাপে নারী ক্রিকেট দলের জয় সব কটি জয়ই আমাদের প্রধানমন্ত্রীর অবদান।

তথ্যমন্ত্রী আরও বলেন, ওআইসির কাছে আবেদন করেছি এই প্রতিযোগিতায় যেন সব ধর্মের তরুণ তরুণীরা অংশগ্রহণ করতে পারে। ওআইসি আমাদের কথা রেখেছে ফলে আমাদের সব ধর্মের সবাই অংশগ্রহণ করেছে। যার কারণে দেশের সম্প্রীতি ফুটে উঠেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, করোনায় মহামারিতে আমাদের একান্ত চেষ্টায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নিজস্ব শিল্প-সাহিত্য বিশ্ব দরবারে তুলে ধরতে পেরেছি।

মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়ন আর গণতন্ত্রের রোল মডেল। করোনা মহামারিতে তার প্রমাণ রেখেন আমাদের প্রধানমন্ত্রী। যার ফলে অর্থনীতির চাকা সচল রয়েছে। মোকাবিলা করছেন সকল সংকট। বঙ্গবন্ধুর কন্যার কারণে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ ইভেন্টে বিশ্বের ৮৯টি দেশ অংশগ্রহণ করে। ৮৯ দেশের মোট ৭০ হাজার।

Related Articles

Leave a Reply

Back to top button