
আমাকে নির্বাচনে হারাতেই চীন ভাইরাস ছড়িয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে তাকে হারানোর পরিকল্পনার অংশ হিসেবে চীন ভাইরাস ছড়িয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু বছরের শুরু থেকে নতুন করোনাভাইরাসের আগ্রাসনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ট্রাম্প মনে করেন, ইচ্ছাকৃতভাবে চীন এই ভাইরাস ছড়িয়েছে। তাকে নির্বাচনে হারাতে যেকোনও কিছু করতে পারে বেইজিং।
ডিসেম্বরের মাঝামাঝি চীনের প্রদেশের উহান শহর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে এই মুহূর্তে লকডাউন খুলে দিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে গেছে দেশটি।
কিন্তু উল্টো অবস্থা যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্ত ১০ লাখে ওপরে। মৃত্যু অর্ধলক্ষাধিক। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমাকে নির্বাচনে হারাতেই চীনের এই বিশৃঙ্খলা সৃষ্টি। চীন যেভাবে এই মহামারি সামলেছে সেটাই একটা প্রমাণ।’
ট্রাম্পের ধারণা, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ চলছে সেটি থেকে বেরিয়ে আসতে ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেনকেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চায় বেইজিং।