রাজকূট

আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর: নীরব

আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) জিয়াউর রহমান এর ছবি অবমাননা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।
মিছিলটি তেজগাঁ কলেজের সামনে থেকে শুরু হয়ে পশ্চিম রাজাবাজার গ্রীন রোড হয়ে ফার্মগেট এসে শেষ হয়।
নীরব বলেন, বর্তমানে একটি অপশক্তি তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী কায়দায় নানা অপপ্রচার চালাচ্ছে। তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়াই করতে জানে। দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছে।
তিনি বলেন, জুলাই আগষ্টের আন্দোলনের মূল নায়ক ছিলেন তো তারেক রহমান এবং যার সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জুলাই-আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যুবদলের, শ্রমিক দলের, ছাত্রদলের, স্বেচ্ছাসেবক দলের, সমস্ত অঙ্গসংগঠনের। সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে, বিএনপির সাথে সম্পর্কিত যারা রাজনীতি করেছেন তারা।
নীরব অভিযোগ করে বলেন, পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু নতুন চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সম্মানহানি হচ্ছে। বিএনপি এ ধরনের অপকর্ম বরদাশত করবে না। চাঁদাবাজি যেই করুক, কোনো ছাড় নয়।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ তেজগাঁও থানা বিএনপি এবং  হাতিরঝিল থানা বিএনপির অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button