জাতীয়

আবুধাবিতে লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ রয়ফুল, সংযুক্ত আরব আমিরাতে ‘দ্য বিগ টিকিট’ লটারিতে ৩৫ মিলিয়ন দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১০৫ কোটি টাকা। সূত্র : খালিজ টাইমস।

রয়ফুল আরব আমিরাতের আল আইনে থাকেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর টিকিটটি (টিকিট নম্বর ০৪৩৬৭৮) কিনেছিলেন তিনি।  আল আইনের একটি কোম্পানিতে পিকআপ চালক হিসেবে কাজ করেন রায়ফুল। লটারি জেতার খবর যখন ফোনে জানানো হয় তখন ৩৯ বছর বয়স্ক রয়ফুল গাড়ি চালাচ্ছিলেন।

১০৫ কোটি টাকা জেতার খবর পেয়ে রয়ফুল বলেন, আমি ১২ বছর ধরে আরব আমিরাতে আছি। আমার কাছে এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি লটারি জিতেছি।

প্রায় ৩ দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য ‘বিগ টিকেট’ লটারি চালু করা হয়। প্রতি মাসে এই লটারির ড্র হয়।

Related Articles

Leave a Reply

Back to top button