করোনাজাতীয়

আবার নির্মাণ শুরু আকিজের করোনা হাসপাতাল

চীনের মতো তেজগাঁওয়ে অস্থায়ী হাসপাতালের নির্মাণকাজ আবার শুরু করেছে আকিজ গ্রুপ।

স্থানীয়দের সঙ্গে সমঝোতার পর করোনা ভাইরাসের মহামারিতে আক্রান্তদের চিকিৎসার জন্যে এই হাসপাতাল নিজ উদ্যোগে নির্মাণ করছে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন ।

রবিবার (২৯ মার্চ) সকাল থেকে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয় বলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল শনিবারের ভুল বুঝাবুঝির পর রাতেই সিদ্ধান্ত হয় যে, এটা মহৎ উদ্যোগ। এখানে অস্থায়ী ভিত্তিতে হাসপাতাল নির্মাণ হবে। ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল মোতায়েন আছে। সেখানে এখন কোনো ঝামেলা নেই।’

করোনা সংক্রমনে চীন সরকার ১০ দিনে যেভাবে হাসপাতাল তৈরি করেছিল, সেভাবেই ঢাকায় দ্রুত একটি হাসপাতাল তৈরির ঘোষণা দেয় আকিজ গ্রুপ। পরে নির্মাণ শুরু হলে এতে বাধা দেয় স্থানীয়রা।  শনিবার দুপুরে এলাকাবাসী তেজগাঁওয়ের শান্তা টাওয়ারের পাশে আকিজের জমিতে নির্মাণাধীন ওই প্রকল্পে গিয়ে বাধা দেয়।

পরে স্থানীয়দের সঙ্গে সমঝোতার পর আবার শুরু হলো নির্মাণ কাজ।

Related Articles

Leave a Reply

Back to top button