আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব-বুবলীর একই পোস্ট ভাইরাল

ঢালিউডের জগতে বর্তমানে আলোচিত তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো ভাইরাল ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের ফাঁকের কিছু দৃশ্যের ভিডিও বানিয়ে একসাথে একই পোস্ট করেছেন তারা।
সোমবার (১০ অক্টোবর) বুবলী তার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। যেখানে দেখা যায় সিনেমার ফাঁকে ভিডিও বন্দি হয়েছেন। এর আগে (৫ অক্টোবর) সিনেমার একটি দৃশ্য নিয়ে শাকিব খান একটি ভিডিও আপলোড করেছিলেন। দুটো ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
প্রসঙ্গত, শনিবার (১ অক্টোবর) সকাল থেকেই সিনেমাটির একটি গানের শুটিং করছেন শাকিব-বুবলী। দেলোয়ার হোসেন দিলের গল্পে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। তপু খানের নির্মাণে সিনেমাটির আরও একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে।
বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।
এর আগে শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তান প্রসঙ্গে সবাইকে জানিয়েছিলেন তারা।