ক্রীড়াঙ্গনবিনোদুনিয়া
আবারো ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে ঝড় তুলেছিলেন শাকিরা। বলা যায় ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম জনপ্রিয় গানের শিল্পী শাকিরা। আবারো ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছেন তিনি।
জানা গেছে, আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনীতে পারফর্ম করবেন শাকিরা।
তবে শুধু শাকিরাই নন, স্প্যানিশ দৈনিক মার্কার খবর বিশ্বকাপের উদ্বোধনীতে আল বাইত স্টেডিয়ামে আরো পারফর্ম করবেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা দুয়া লিপা এবং কোরীয় ব্র্যান্ড বিটিএস।
যদিও ফিফা অথবা শিল্পীদের পক্ষ থেকে এ খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দুই তারকা শিল্পীর পারফরম্যান্সের প্রায় সবকিছুই চূড়ান্ত।