আন্তর্জাতিক

আবারো পেছালো নির্ভয়া হত্যার দণ্ডিতদের ফাঁসি

ভারতের দিল্লিতে নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত চার আসামির ফাঁসি হচ্ছে না আজও। সোমবার দিল্লি আদালত এ বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন। এই নিয়ে তিন বারের মতো ফাঁসি কার্যকরের তারিখ পেছাল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের একজনের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি এখনও খারিজ করে দেননি। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় এ রুল দিয়েছেন বিচারক।

২০১২ সালে চলন্ত বাসে ২৩ বছরের মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অপরাধে এক কিশোরসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যতম প্রধান অভিযুক্ত রাম সিং কারাগারেই আত্মহত্যা করেন। কিশোরটিকে শিশু সংশোধনাগারে তিন বছর রেখে মুক্তি দেওয়া হয়।

আদালতের রায়ে মৃত্যদণ্ডপ্রাপ্ত অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, বিনয় শর্মা ও মুকেশ সিং মৃত্যুদণ্ড ঠেকাতে গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক আবেদন করে যাচ্ছেন।

ইতোপূর্বে মুকেশ সিংহ, বিনয় শর্মা ও অক্ষয় কুমারের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন রাষ্ট্রপতি।

Related Articles

Leave a Reply

Back to top button