জাতীয়লিড স্টোরি

আবারো দেশে রেকর্ড বিদ‍্যুৎ উৎপাদন

শনিবার (১৬ এপ্রিল) রাত ৯টায়, সারা দেশে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট রেকর্ড বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। এই মুহূর্তে ২২ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করার ক্ষমতা রয়েছে আমাদের। এসময় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না বলেও দাবি তার।

এর আগে গত মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছিল। এ ছাড়া, গত ৭ এপ্রিল একই সময়ে ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button