বিনোদুনিয়া

আবারো আসছে জ্যাকি চ্যানের ‘রাশ আওয়ার’

আবারো আসছে হলিউডের অ্যাকশন ফিল্মের জনপ্রিয় তারকা জ্যাকি চ্যান অভিনীত ‘রাশ আওয়ার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা।

‘রাশ আওয়ার’ সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম সিনেমায়ই বাজিমাত করেছিলেন। পরবর্তী সময়ে এই ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল। সেগুলো এতটাই দর্শকপ্রিয়তা পেয়েছিল, এখনো মানুষ এই ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলের অপেক্ষা করেন। অবশেষে ভক্তদের জন্য সুসংবাদ দিলেন জ্যাকি।

সম্প্রতি সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়ে এমন কথা জানিয়েছেন জ্যাকি চ্যান।

তিনি বলেন, ‘আমরা এখন ‘‘রাশ আওয়ার’’ সিনেমার চতুর্থ সিক্যুয়েল নিয়ে আলোচনা করছি। স্ক্রিপ্টে ভুল আছে কিছু। সেগুলো সংশোধনের কাজ চলছে। এই মুহূর্তে আমারও ব্যস্ততা কম। তাই এখনই সময়, সিনেমাটির পরবর্তী পার্ট নিয়ে কাজ শুরু করার।’ তবে সিনেমাটি কে পরিচালনা করবেন, তা জানাননি এই অভিনেতা। ‘রাশ আওয়ার’ সিরিজের প্রথম তিনটি সিক্যুয়েল পরিচালনা করেছিলেন ব্রেট র‌্যাটনার।

Related Articles

Leave a Reply

Back to top button