আন্তর্জাতিক

আবারও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মাহাথির মোহাম্মদ।

পদত্যাগের কয়েক ঘণ্টার মাথায় আবারও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মাহাথির মোহাম্মদ। পদত্যাগপত্র গ্রহণের পর আবারও তাকে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ।

স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেন রাজা সুলতান আব্দুল্লাহ।

এর আগে এদিন দুপুরে আচমকা পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। পদত্যাগের পর স্থানীয় সোমবার বিকেল ৫টায় তিনি মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ’র সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যান। এসময় পুনরায় তাকে দেশটির অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা।

মাহাথির সরকারের মুখ্যসচিব মোহদ জুকি আলি বলেন, মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা। তবে নতুনভাবে সরকার প্রধান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button