জাতীয়

আবারও পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা

আবারো পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগলো চলমান ফেরির।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে পিলারটিতে ধাক্কা দেয় ফেরি কাকলি।

এ ঘটনায় আহত হয়নি কেউ। এবং পিলারেও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ।

তিনি জানিয়েছেন, ফেরিটির রুট ছিল পদ্মাসেতুর ১১ ও ১২ পিলারের মধ্য দিয়ে। তবে নদীতে প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিটির বাইরের অংশের একটু ক্ষতি হয়। ধাক্কা লাগা অংশটি পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানি ওঠেনি। পদ্মা সেতুর পিলারেরও কোনও ক্ষতি হয়নি।

পিলারে ধাক্কা লাগার পর ফেরিটি নিরাপদে শিমুলিয়া ঘাটে এসেছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান সাফায়েত।

এর আগে আরও তিনবার বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মাসেতুর পিলারে ধাক্কা দেয় ফেরি। এরমধ্যে গত ২০ ও ২৩ জুলাই যথাক্রমে ১০ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগে।

Related Articles

Leave a Reply

Back to top button