খেলা

আবারও চার বছরের জন্য বিসিবি সভাপতি পাপন

আবারও চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পাপন।

নির্বাচন করে আসা ২৩ ও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুজন, যে ২৫ জন এবার বোর্ড পরিচালক হয়েছেন, তাদের মধ্যে সর্বজন গ্রহণযোগ্যতা পাপনেরই অনেক বেশি। তাই বুধবারের নির্বাচিত ২৫ জনের সম্মতিতে এবার বিসিবি সভাপতি নির্বাচিত হন পাপন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার পরে শুরু হওয়া বোর্ড পরিচালক পর্ষদের সভায় আগামী ৪ বছরের জন্য বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন।

২০১২ সালে আ হ ম মুস্তফা কামালের মেয়াদকাল শেষ হওয়ার পর প্রথমে ৮ মাসের জন্য খণ্ডকালীন বিসিবি সভাপতি হয়েছিলেন নাজমুল হাসান পাপন। এরপর এবার নিয়ে নির্বাচনের পর তৃতীয়বারের মত বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন পাপন।

জানা গেছে, নতুন সভাপতি হওয়ার পর তিনি পরিচালকদের উদ্দেশ্যে একটি নাতীদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। এ সময় তিনি ঘোষণা দেন, ব্যাটসম্যান, পেস বোলার ও স্পিনারদের জন্য আলাদা একাডেমি করা হবে। এছাড়া শেখ হাসিনা স্টেডিয়াম দ্রুত চালু, গঠনতন্ত্র সংশোধনে সর্বোচ্চ গুরুত্বসহ তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ওডিআই র‌্যাঙ্কিংয়ে পাঁচে আসার লক্ষ্য নাজমুল হাসান পাপনের।

Related Articles

Leave a Reply

Back to top button