রাজকূট

আবরার হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্রলীগের কর্মসূচী।

আবরার হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু হয় মিছিল, এরপর ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি। কর্মসূচী শুরুর আগে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জানান, দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যাকান্ডের বিচার দেখতে চান তারা। পাশাপাশি ছাত্রলীগে যেন কোর বহিরাগত বা দুষ্কৃতকারী থাকতে না পারে সেজন্য শুদ্ধি অভিযান চালাবেন তারা। বলেন কোন অপকার্মকারীর স্থান হবে না ছাত্রলীগে। দলীয় গঠনতন্ত্র আর নির্দেসনার বাইরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button