আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করলো অস্ট্রেলিয়া

আফগানিস্তান থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সব সৈন্য প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন। খবর এএফপি’র।

রোববার (১১ জুলাই) দীর্ঘ ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে অস্ট্রেলিয়ার অংশগ্রহণের অবসানের এ খবর স্কাই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন বলেন, অস্ট্রেলিয়ার সর্বাধিক ৮০ শতাংশ সৈন্য ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে’ আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কোন অংশ হতে নয় বরং জাতীয় স্বার্থের বা আমাদের মিত্র দেশগুলোর স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হ্প্য়েছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন।

Related Articles

Leave a Reply

Back to top button