আন্তর্জাতিক

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মালালা মাইওয়ান্দ এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। [খবর বিবিসি]

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মালালা মাইওয়ান্দ আজ বৃহস্পতিবার জালালাবাদে কর্মস্থলে যাওয়ার পথে বন্দুকধারীরা তার গাড়িতে হামলা চালায়।  হামলায় গাড়ির ড্রাইভার মোহাম্মদ তাহিরও নিহত হয়েছেন।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানে সম্প্রতি বিভিন্ন ব্যক্তিকে হত্যার ঘটনার নিন্দা জানানোর পরপরই এই হত্যার ঘটনা ঘটলো।  এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় শিকার করেনি।

মালালা আফগানিস্তানের এনিকাস টিভি অ্যান্ত রেডিওতে কর্মরত ছিলেন।  অঙ্গরাজ্যের গভর্নরের মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়।

মাইওয়ান্দ সাংবাদিকতার পাশাপাশি সমাজকর্মী হিসেবেও কাজ করতেন।  আফগানিস্তানে নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে সরব ছিলেন তিনি।  মাইওয়ান্দের মাকেও পাঁচ বছর আগে হত্যা করা হয়। তিনিও সমাজকর্মী ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button