বিনোদন

আপন দুই বোন সাবিলা-নাবিলা একসঙ্গে পর্দায়!

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ সাবিলা নূর। তার বড় বোন নাবিলা নূর, থাকেন যুক্তরাষ্ট্রে। তবে এবার দুবোনকে একসঙ্গে দেখতে পাবে দর্শকরা। ‘মুখোমুখি অন্ধকার’ নামে একটি এক ঘণ্টার নাটকে দুই বোনের চরিত্রেই অভিনয় করছেন তারা। এটির গল্পটি লিখেছেন সাবিলা নূর নিজেই।
সম্প্রতি মাদারীপুরের শিবচরে নাটকটির শুটিং শেষ হয়েছে।  আহমেদ তাওকীর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।
নাটকে দুই বোনকে একত্রে অভিনয় করানোর বিষয়ে এ নির্মাতা বলেন, ‘গল্প পড়ার পর মনে হলো, এখানে বড় বোনের চরিত্রে সাবিলার বড় বোনও করতে পারেন। আমার জানামতে, নাবিলা ভালো গান করে, মঞ্চনাটকের সঙ্গেও সে জড়িত। আর দেখলাম, আপন দুই বোন চরিত্র দুটি করলে কেমিস্ট্রিটাও উপযুক্তভাবে পাওয়া যাবে। তখন সাবিলার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি।’
এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘আমি যখন গল্পটি লিখি, তখন নাবিলার কথা মাথায় ছিল না। পরিচালক গল্পটি পড়ার পর নাবিলাকে নেওয়ার আগ্রহ দেখান। আর নাবিলাও তখন দেশে ছিল।’

Related Articles

Leave a Reply

Back to top button