জেলার খবর

আন্দোলনে ব্যবহৃত অস্ত্রটি আমার নয়

সাদ্দাম হোসাইন: কক্সবাজার প্রতিনিধি পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার নামে যে ঘটনা বলা হচ্ছে সে সময় আমি উখিয়াতে আমার ব্যবসায়িক (ঠিকাদারী) কাজে ছিলাম। আমার সাথে অনেক লোকজন ছিল। আমার মোবাইল নেটওয়ার্ক ট্র্যাকিং করলেই বুঝা যাবে। আর আমার নামে যে লাইসেন্স করা শটগান ছিল সেটা বাড়িতেই ছিল। আর সরকার থেকে শটগানের সাথে ৬০ টি কার্তুজ দেওয়া হয়েছিল। সম্প্রতি সরকারের আদেশে ১ সেপ্টেম্বর শটগানের সাথে ৬০ টি কার্তুজই জমা দিয়েছি। তাহলে কিভাবে কখন গুলি চালালাম আর আমি কিভাবে ঘটনায় জড়িত হলাম। অনলাইন সিবিটুয়ান্টি ফোর নামে একটি অনলাইনে আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করে আমার পারিবারিক ও ব্যাক্তিগত সম্মানহানী করা হয়েছে। ৪ সেপ্টেম্বর কক্সবাজার শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছেলেও অংশগ্রহন করেছে। আর ৪ আগষ্টের আগে উল্টো আওয়ামীলীগের পক্ষ থেকে একটি মামলায় আমাকে ২৩ নং আসামী করা হয়েছিল। অবশ্য পরে মামলাটি রেকর্ড হয়নি। চেয়ারম্যান বলেন, আমি কোন রাজনৈতিক দলের নেতাকর্মী নই। আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। মূলত প্রতিপক্ষের ইন্দনে এবং সম্পূর্ন ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ফেইসবুক সংবাদে মিথ্যা সাজানো কল্পকাহীনি তৈরি করা হয়েছে। এতে আমার সম্মান এবং মর্যাদা মারাত্মক ভাবে ক্ষুন্য হয়েছে। তাই আমি আইনী পদক্ষেপ নেব। আমি উক্ত সংবাদে প্রশাসন বা সাধারণ মানুষ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

Related Articles

Leave a Reply

Back to top button