রাজনীতি

আন্দোলনকারীরাই প্রথমে ছাত্রলীগের ওপর হামলা চালায়: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে শিক্ষার্থীদের কাজে লাগিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘কোন প্রক্রিয়া সোমবারের ঘটনার সূত্রপাত হয়েছে জানতে হবে। যারা আক্রান্ত হয়েছে উল্টো তাদের হামলাকারী বানানো হয়েছে। কিন্তু কোটা সংস্কারের আন্দোলনকারীরাই প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’ বলেন, রাজাকার দাবি করা আন্দোলনকারীরা কোটা সংস্কার চায় না। এই প্লাটফর্ম ব্যবহার করে কারো রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেয়ার জন্য বিভিন্ন হলে নেতাকর্মীরা অবস্থান করেছিলেন। কিন্তু যেখানে যাকে যেভাবে পেয়েছে আক্রমণ চালিয়েছে কোটা আন্দোলনকারীরা। হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর কর হয়েছে। এরপরও ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চেয়েছিল।’

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

সেসঙ্গে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে কোন উস্কানির ফাঁদে না পরার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি।

 

Related Articles

Leave a Reply

Back to top button