জেলার খবর

আন্দোলনের মুখে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা।

আন্দোলন ঠেকাতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের হামলায় আহত হয়েছে ২০ জন। বিক্ষোভকারীরা বলছে, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস।আন্দোলনের মুখে সকালে রেজিস্টার এক নোটিশে আদেশে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ নেন। কিন্তু এই নির্দেশ মানেনি আন্দোলনকারিরা। তারা বলছেন আন্দোলন দমাতে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলো। এদিকে বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এনিয়ে হামলার ঘটনায় ২০ জন আহত হয়। সরকারবিরোধী একটি চক্র শিক্ষার্থীদের আন্দোলন উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় নিয়ে লেখালেখি করায় গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগ শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করে প্রশাসন। গত মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে উপাচার্য তার ফেসবুক, বিশ্ববিদ্যালয় ও ভর্তি পরীক্ষার ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ আনেন জিনিয়ার বিরুদ্ধে। সেদিন থেকেই আন্দোলনে নামে শিক্ষার্থী।আন্দোলনের মুখে বুধবার জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেয় প্রশাসন। কিন্তু বিভিন্ন সময়ে অন্য শিক্ষার্থীদের বহিষ্কার, অনিয়ম-দুর্নীতি ও নারী কেলেঙ্কারীর অভিযোগ এনে এক দফা দাবিতে বৃহস্পতিবার থেকে আমরণ অনশন শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Back to top button