আন্তর্জাতিক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে রুশ-মার্কিন ৩ নভোচারী

পাঁচ মাসের মিশনে বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন দুই রুশ ও এক মার্কিন নভোচারী।

রাশিয়ার মহাকাশ সংস্থা বলেছে, শুক্রবার রোসকসমস মহাকাশচারী ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চুবসহ নাসার নভোচারী লোরাল ও’হারা কাজাখস্তানের বাইনোকুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে উঠেছিলেন। তিন ঘন্টা পর মহাকাশ যানটি আইএসএসে পৌঁছায়।

এসব নভোচারী এমএস-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।

Related Articles

Leave a Reply

Back to top button